তৃতীয় বার মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ তৃতীয় বার মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

তৃতীয় বার মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৯৩ পাঠক
মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ (Wonder Woman) গ্যাল গ্যাডট। মঙ্গলবার, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী হলিউডের এই অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন ড্যানিয়েলা।

তৃতীয় সন্তানের মা হওয়ার খবর নিজেইই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন গ্যাল গ্যাডট। সদ্যোজাত সন্তানকে সঙ্গে নিয়ে তোলা গোটা পরিবারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন ‘আমার মিষ্টি পরিবার। আমি এর থেকে বেশি খুশি আর কৃতজ্ঞ  (এবং ক্লান্ত) আর কীসে হতে পারি! আমার পরিবারে সবাই ড্যানিয়েলাকে স্বাগত জানাতে পেরে খুশি । আমি আপনাদের সবাইয়ের প্রতি ভালবাসা এবং সু-স্বাস্থ্য কামনা করছি।’

গ্যাল গ্যাডট কে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া সহ আরও অনেক তারকা। প্রসঙ্গত ২০০৭ সালের সেপ্টেম্বরে ইজরায়েলের নাগরিক এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী ইয়ারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। ২০১১ সালে প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এবছর মার্চে ফের মা হওয়ার খবর জানান ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট।

প্রসঙ্গত ইজরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট ‘ওয়ান্ডার ওম্যান’ (Wonder Woman)-র ভূমিকায় ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস (২০১৬), ওয়ান্ডার ওম্যান (২০১৭) এবং জাস্টিস লিগ (২০১৭) ছবিতে অভিনয় করেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD