FILE PHOTO: A healthcare worker holds a vial of the Moderna COVID-19 Vaccine at a pop-up vaccination site operated by SOMOS Community Care during the coronavirus disease (COVID-19) pandemic in Manhattan in New York City, New York, U.S., January 29, 2021. REUTERS/Mike Segar/File Photo
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকার প্রথম ডোজের ১২ লাখ আসছে আজ রাতে। এছাড়া চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ আসছে আজ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ ডোজ টিকা পৌঁছাবে। এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকাও পৌঁছাবে। অর্থাৎ আজ রাতেই দেশে আসছে মডার্না ও সিনোফার্মের ২৩ লাখ ডোজ টিকা।
জাহিদ মালেক আরও জানান, আগামীকাল ৩ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা পৌঁছাবে। সকাল ৫টার দিকে পৌঁছাবে সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মডার্না ও সিনোফার্ম মিলে দেওয়া মোট ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার পর ওই টিকাদান কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।’
এই ভ্যাকসিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন ।