পারিবারিক কারণে আড়ালে আছি: পপি পারিবারিক কারণে আড়ালে আছি: পপি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পারিবারিক কারণে আড়ালে আছি: পপি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২০৬ পাঠক
দীর্ঘদিন ধরে শুটিংয়ে নেই চিত্রনায়িকা পপি। পরিচিত জনদের সঙ্গেও খুব একটা দেখা-সাক্ষাৎ নেই তার। শোনা যাচ্ছে, বাবা-মায়ের বাসায়ও থাকছেন না ঢালিউড নায়িকা। তাহলে পপি থাকেন কোথায়? ঘনিষ্ঠজনরা বলছেন, পপি বিয়ে করেছেন, থাকেন স্বামীর সঙ্গে। তিনি সন্তানসম্ভাবনা।

কভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে শুটিংয়ে নেই সাদিকা পারভীন পপি। তবে গত বছরের শেষের দিকে ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে অভিনয় শুরু করেন। এরপর আরো কিছু ছবির কাজ শুরুর ঘোষণা দেন পপি। কিন্তু অজানা কারণে সেই ঘোষণা আর বাস্তবায়ন হয়নি। চলতি বছরের শুরুর দিকে এসে হঠাৎ করেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন—সব কিছুই বন্ধ রেখেছিলেন। এই সময়ে তার বিয়ে ও মা হতে যাওয়ার খবরও চাউর হয়। এ বিষয়ে তার পরিবারও ছিল অন্ধকারে। দুই সপ্তাহ আগে পপির বাবা আমির হোসেন টুলু বলেছিলেন, ‘আমিও লোকমুখে শুনেছি পপি বিয়ে করেছে। তবে আমরা কিছুই জানি না। দীর্ঘদিন ধরে আমি ঢাকা ছেড়ে খুলনায় বসবাস করছি।’
গত ৩০ জুন হঠাৎই আড়াল ভাঙলেন পপি। পুরনো নম্বর বদলে নিয়েছেন নতুন মোবাইল নম্বর। সেই নম্বর প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা যা রটেছে তার সব ব্যাখ্যা নিয়ে হাজির হব শিগগির। শুধু জানিয়ে রাখি, পারিবারিক কিছু সমস্যার কারণে আমাকে আড়ালে থাকতে হয়েছে। সেসব সমস্যা কাটিয়ে উঠেছি। অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে, যা সবার জানা উচিত। সবার কাছ থেকে আর কিছুদিন সময় চেয়ে নিচ্ছি।’ তিনি যে ঢাকায়ই রয়েছেন, সে কথাও এই প্রতিবেদককে জানান পপি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD