ফেনীতে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৬১ জনকে জরিমানা ফেনীতে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৬১ জনকে জরিমানা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ফেনীতে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৬১ জনকে জরিমানা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৯১ পাঠক
ফেনীতে স্বাস্থ্যবিধি লঙ্গন ও লকডাউন ভঙ্গ করার দায়ে ৬১ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২ জুলাই) দিনভর ফেনী শহরে ২২ জন, দাগনভূঞা উপজেলায় ২৫ জন ও ছাগলনাইয়ায় ১৪ ব্যক্তি থেকে ১৬ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ফেনীর বিভিন্ন স্থানে দিনভর গণসচেতনতা সৃষ্টির জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এ কাজে নিয়োজিত নির্বাহী বিচারকরা সকাল থেকে বৃষ্টিতে ভিজে এ অভিযান পরিচালনা করেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানিয়েছেন, শুক্রবার লকডাউন বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা শহর, ছিলোনীয়া বাজার, বেকের বাজার, বসুরহাট সড়ক ও দুধমুখাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ঘর থেকে বের হওয়ার দায়ে ২৫ ব্যক্তিকে ৮ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম তিশা জানিয়েছেন, বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করা হয়েছে। এ সময় বিভিন্ন পথচারী ও দোকানপাটে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য কঠোরভাবে তাগাদা দেয়া হয়েছে। জমদ্দার হাট ও মির্জা বাজারে লকডাউন ভঙ্গ করা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৪ ব্যক্তিকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে ২২ জনকে ৫ হাজার ১শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল দাস।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউনের দ্বিতীয় দিন বৃষ্টি উপেক্ষা করে ইউএনও ও নির্বাহী বিচারকরা মাঠে গণসচেতনতা সৃষ্টির জন্য কাজ করেছে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি অমান্য ও লকডাউন ভঙ্গ করার দায়ে জরিমানা করা হয়েছে। চলমান লকডাউন শেষ হওয়ার আগ পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD