টাঙ্গাইলে করোনায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ জন টাঙ্গাইলে করোনায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ জন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

টাঙ্গাইলে করোনায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ জন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৯১ পাঠক
টাঙ্গাইলে করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনালের হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

করোনায় নতুন করে ৫৮১টি নমুনার মধ্যে ২২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.০৭%। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৩১ জন।  গত ৫ দিনে করোনায় ৯২৭ জন আক্রান্ত, আর মৃত্যু হয়েছে ২২ জনের। অপরদিকে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।

সিভিল সার্জন অফিস সূত্র জানা গেছে, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়। প্রতিদিনই হাসপাতালে করোনা এবং মৃত্যুর কারণে আতঙ্কিত হয়ে পড়েছে জেলাবাসী। প্রায়ই প্রতিটি ঘরে ঘরে এখন জ্বর- ঠান্ডা এবং কাশির লক্ষণ দেখা দিয়েছে।

হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। করোনার নতুন হটস্পর্টে পরিণত হতে চলেছে টাঙ্গাইল। তাই করোনা প্রতিরোধে সকলকেই এখনি সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে করোনায় এবং উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এর মূল কারণ হচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার অনেক দেরি করে খারাপ অবস্থায় রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়াও বয়ষ্ক, ডায়াবেটিস, পেশার, ক্যান্সারের রোগীরাও করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। যার ফলে শেষ সময়ে অক্সিজেনের সার্পোট  কাজে আসছে না। করোনায় বয়স্কদের বেশি মৃত্যু হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় ইউনিটে প্রতিদিনই ভর্তিকৃত রোগীর সংখ্যা বাড়েই চলছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মনে চলতে হবে বলে তিনি জানিয়েছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD