আজ সোমবার ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হতো। এবার সেই অগ্রাধিকার তালিকায় নতুন করে যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের এই তালিকা কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে আসতে হবে।
ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব বলেন, ‘টিকা নিতে বর্তমানে তিন ক্যাটাগরিতে নিবন্ধন করতে হচ্ছে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে কৃষক ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশন সবার জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ডা. শামসুল হক আরও বলেন, ‘গতকাল এসব বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের বিষয়টি আইসিটি মন্ত্রণালয় দেখছে, তাই তাদের তালিকা পাঠানো হচ্ছে। তারা সব কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ করে ফেললেই আমরা আগের মতো সবার জন্য রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দেবো। তবে তা খুব বেশি সময় লাগবে না, অতি অল্প সময়ের মধ্যেই সেটা শুরু হবে।’