আজ মঙ্গলবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
মৃত্যুরা হলেন, গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবিবর (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)।
এদের মধ্যে আজাহার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনজন, মোহাম্মদ আলী হাসপাতালে তিনজন, টিএমএসএস হাসপাতালে একজন মারা গেছেন।
ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১০ নমুনার ফলাফলে নতুন করে ২৩৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৯ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন। ২৩৮ জনের মধ্যে সদরের ১৭৭জন, শেরপুরে ১১ জন, দুপচাঁচিয়ায় ৯ জন, গাবতলীতে ৭ জন, কাহালুতে ৭ জন, সারিয়াকান্দিতে ৬ জন, ধুনটে ৬ জন, আদমদীঘিতে ৭ জন, সোনাতলায় ৩ জন, শাজাহানপুরে ৩এজন এবং শিবগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।