তিনি রাজবাড়ী জেলা ট্রাফিকে কর্মরত ছিলেন। জামাল মাতুব্বরের বাবার নাম মৃত আব্দুল ওয়াদুদ মাতব্বর। বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গায়।
রাজবাড়ী জেলা ট্রাফিকের টিআই তারক চন্দ্র পাল জানিয়েছেন, মাত্র ২০ দিন ধরে জামাল মাতুব্বর জেলা ট্রাফিকে যোগদান করেন। করোনা আক্রান্ত হওয়ায় গত ৩ জুলাই জামাল মাতুব্বরকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
সোমবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে রওনা হয়। মাত্র কয়েক কিলোমিটার যাবার পর তিনি বাথরুমে যাবার কথা জানান। ওই সময়ই এ্যাম্বুলেন্স ঘুরিয়ে পুনরায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং আসার পরপরই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। সে সময় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, সম্মুখযোদ্ধা পুলিশ সদস্য জামাল। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। তারপরও মেনে নিতে হচ্ছে।
এ সময় জামালের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোকও তিনি প্রকাশ করেন।