ঘটনার পর গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন মিশু সাব্বির। তিনি লেখেন- আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।
ওই স্ট্যাটাসের পর এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অনেকেই। নিহতের রুহের মাগফিরাত কামনা ও মিশু সাব্বির এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
জানা গেছে, স্বর্ণার বাবার নাম সেলিম খান। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পরিবারের সঙ্গেই বসবাস করতেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিরা শোক প্রকাশ করেছেন।