বুধবার সকাল থেকে জেলার ৬ উপজেলার প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের র্কাযক্রম শুরু করেন শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো দশ কেজি চাল, আলু, লবন, তেল, পেয়াজ। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক চেয়ারম্যান কংজরী চৌধূরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, সুদর্শী চাকমা, আশুতোষ চাকমা প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলার ৯ উপজেলায় ১০ হাজার অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারে মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণের কথা রয়েছে।