আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
জিএম কাদের বলেন, ‘শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে লাগা আগুনে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসঙ্গে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’
বিবৃতিতে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
জিএম কাদের নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।