করোনা আক্রান্ত হয়ে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। গত ৬ জুলাই লামা উপজেলার রূপসী পাড়া এলাকার পুঅং পাড়ার বাসিন্দা ওই নারীকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা য়ায়। এ নিয়ে বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জন মারা গেল।
জেলাটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ জন। বান্দরবানে পর্যন্ত ১২৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশন এ রয়েছে ১৬৭ জন।
বান্দরবানে লকডাউনে সেনাবাহিনী পুলিশ বিজিবি সদস্যরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। তবে লকডাউন আগের চাইতে অনেক শিথিল হয়ে পড়েছে। বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই চলাফেরা করছেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি না মানা লোকজনদেরকে জরিমানাও করা হচ্ছে বলে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি জানিয়েছেন।