কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে রাজধানী ঢাকায় ৭৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
শনিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬১ গাড়িকে ৯ লাখ ০৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
লকডাউনের আদেশ অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে গত ৯ দিনের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৫ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।