রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে। তার মতে, ‘বেঁচে থাকলে জীবনে ঈদ আসবে।
আমাদের এই অবস্থা থেকে বের হতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে, এটা সবার মানা উচিত।’
গণমাধ্যমকর্মীরা জানতে চান, ঈদের আগে গণপরিবহন চলবে কি না। এ সময় প্রতিমন্ত্রী বলেন, যদি বিধিনিষেধ চলমান থাকে, তাহলে সেই সুযোগ নেই। আর যদি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়, তাহলে সীমিত আকারে গণপরিবহন চলবে।
আর যদি পুরোপুরি উঠে যায়, তাহলে পুরোপুরি চলবে। তবে তিনি মনে করেন, এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আগামী বুধবার থেকে চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দরের সব কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।