ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানুর জামিন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানুর জামিন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তানুর জামিন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৯৪ পাঠক
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১১ জুলাই) দুপুরে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

জানা গেছে, ভার্চুয়াল আদালতে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। তানু বেসরকারি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও অনলাইন পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসাকে কর্মরত আছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ করায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার (০৯ জুলাই) দুপুরে জেলার সদর থানায় তানুসহ স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন হাসপাতালটির পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল)।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি জানিয়েছেন, সাংবাদিক তানুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন খারিজ করে জামিন দিয়েছেন আদালত।

সাংবাদিক তানুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইমরানও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানা গেছে, তানুকে ঠাকুরগাঁও আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায়। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তানুর আইনজীবী। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ​ঠাকুরগাঁওয়ের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

উল্লেখ্য, গত ৬ ও ৭ জুলাই অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ‌্যমে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে মামলা করেন। ওই মামলায় শনিবার সন্ধ‌্যায় তানুকে আটক করে পুলিশ।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD