হাসপাতালে ভর্তি না নেওয়ায় অনেকে অন্য হাসপাতালে ভর্তির জন্য যেতে বাধ্য হয়েছেন। কেউ কেউ চিকিৎসা সেবায় সন্তুষ্ট না হয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়েছেন। ফিরে যাওয়া এক রোগীর স্বজন জানিয়েছেন, বোন করোনায় আক্রান্ত। কয়েকদিন ধরে খুব জ্বর এবং কাশি। তাকে ভর্তির জন্য নিয়ে এসে দেখি সিট ফাঁকা না থাকায় ভর্তি নিচ্ছে না। এখন বাধ্য হয়ে অন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করছি।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুজ্জামান শনিবার রাতে জানিয়েছেন, করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতাল ২৫০ বেডের। বর্তমানে আইসিইউ সহ ২৭৮ জন রোগী ভর্তি আছে। বেড খালি না হওয়া পর্যন্ত নতুন কোন রোগী ভর্তি সম্ভব হচ্ছে না।
জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে করোনায় ৫ জন এবং উপসর্গে ৮ জন প্রাণ হারিয়েছেন।
এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫২৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৫০জন এবং ৪৬০জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৬১৪ জন চিকিৎসাধীন।
উল্লেখ, জেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০০ শয্যা বাড়িয়ে ২০০ শয্যা করা হয়েছে। সেখানেই রোগীতের পরিপূর্ণ।