রাজধানীর কাওরান বাজারে ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম (৫০)।
নিহতের ভাগ্নি জামাই মাহবুব জানান,
মামা পেশায় ভ্যানে করে আম বিক্রি করতেন, সকালে কড়াইল বস্তির বাসা থেকে ভ্যান নিয়ে আম আনার উদ্দেশ্যে কাওরান বাজার যাচ্ছিলেন, পথে কাওরান বাজার এলাকায় পেছন থেকে অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকল সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে পৌনে নয়টায় মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম রংপুর কোতোয়ালি বালুয়া পার গ্রামের তৈয়ব আলীর ছেলে। বর্তমানে করাইল বস্তিতে একা থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানায় অবগত করা হয়েছে।