রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

১৫ জুলাই থেকে ৩৮ জোড়া আন্তনগর ট্রেন চলবে
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
ঈদের আগে লকডাউন শিথিল হওয়ায় ১৫ জুলাই থেকে আন্তনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এ বিষয়ে আজ আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেল পাঁচটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আর ১৫ জুলাই থেকে থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ১৯ জোড়া মেইল যাত্রা শুরু হবে।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গত ২২ জুন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই শুরু হয়েছিল সর্বাত্মক লকডাউন, যার মেয়াদ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত।

তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে।

এই পাতার আরো খবর