রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেল করোনায় আরও ১৮ মৃত্যু
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা আর আটজন উপসর্গ নিয়ে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গরবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জের ফরিদা বেগম (৪০), গফরগাঁওয়ের আজিম উদ্দিন (৪০), শিরানা বেগম (৬০), ত্রিশালের হোসনে আরা (৫৮), নেত্রকোনার সালমা বেগম (৩৫), টাঙ্গাইলের হাবিবুর রহমান (৪৫), মধুপুরের খোরশেদ আলম (৭০), শেরপুরের হানিফ মিয়া (৫০) ও মরিয়ম খাতুন (৬৫)।

উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা খাতুন (৭০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), সিরাজুল হক (৬০),  কেএম জালাল উদ্দিন (৮৭), মো.  আব্দুল রাজ্জাক (৬৫), জামালপুরের সরিষাবাড়ির মাহফুজা খাতুন (৫০) ও টাঙ্গাইলের মধুপুরের সুরাইয়া বেগম (৩৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ হিসেবে জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ১৭ শতাংশ।

এই পাতার আরো খবর