আজ বুধবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিন সকালে এরিক এরশাদের ঘোষিত ‘নতুন জাপার’ কমিটিকে ইঙ্গিত করে এ কথা বলেন জিএম কাদের।
বুধবার রওশন এরশাদকে চেয়ারম্যান, বিদিশা ও সাদকে কো-চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে জাপার ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাপা ঘোষণা করেন এরিক।
এর প্রতিক্রিয়ায় জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দল করার (গঠন) বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না। গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দল করার অধিকার যেকোনও মানুষেরই আছে। তবে কেউ একসঙ্গে দুটি দল করতে পারবেন না। কেউ দল করতে চাইলে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। সেটা না হলে নির্বাচন করতে পারবেন না।’