রাজধানীর কামরাঙ্গীরচরের অগ্নিকাণ্ডের ঘটনায় মা-বাবার পর দগ্ধ সন্তানেরও মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে। আরেক মেয়ে মায়েশা চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এর আগে শিশুটির মায়ের পর বাবার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।
গত শুক্রবার (৯ জুলাই ) ব্যাটারিচালিত ইজিবাইক সার্চ দেওয়ায় বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছিল।