মঙ্গলবার বিকাল আড়াইটায় ৪৯ নয়াপল্টনে এ দুর্ঘটনাটি ঘটে।
আক্তার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা রনি জানান,তিন তলা বিশিষ্ট একটি বিল্ডিং এর ৩য় তলার ছাদে সেনেটারীর কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে সে নিচে পড়ে যায়।
পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পল্টন ইসলামী হাসপাতালে নিয়ে যাই।
পরে সেখান থেকে রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ঈমান হোসেন জানান, বিকেলে খবর পাই বাবা দুর্ঘটনার শিকার হয়েছে।পরে হাসপাতালে এসে মৃত অবস্থায় দেখতে পাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মুন্সীগঞ্জের বিক্রমপুরের মৃত কালু শেখের ছেলে আক্তার হোসেন।তিনি বর্তমানে৫৫/২ গোড়ান, বাগানবাড়ি, ইমামবাড়ী, খিলগাঁও, থাকতেন।