পাকিস্তানি তথ্যচিত্রে ‘ইসলামবিরোধী’ মালালা পাকিস্তানি তথ্যচিত্রে ‘ইসলামবিরোধী’ মালালা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পাকিস্তানি তথ্যচিত্রে ‘ইসলামবিরোধী’ মালালা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৬৯ পাঠক
পাকিস্তানের ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার প্রকাশ করল মালালা বিরোধী এক তথ্যচিত্র। মালালা ইউসুফজাই মাত্র ১৪ বছর বয়সে তালিবানের গুলিবিদ্ধ হয়েও লড়াই ছাড়েননি। ইতিমধ্যে বিশ্বের সম্ভ্রমও আদায় করে নিয়েছেন। পেয়েছেন নোবেল পুরস্কার।

এবার এই নোবেলজয়ী সারা বিশ্বে সম্মানিতা মালালার বিরোধিতা করেই তৈরি হল তথ্যচিত্র ‘আই অ্যাম নট মালালা’। তৈরি করল তারই দেশ পাকিস্তান। সে দেশের ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার প্রকাশ করল এই তথ্যচিত্র। সেখানে মালালার ইসলাম ও বিয়ে সম্পর্কিত মতামত এবং তার পশ্চিমি ধ্যানধারণার প্রচারকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে।
The All Pakistan Private Schools Federation-এর president Kashif Mirza তাদের এই তথ্যচিত্র প্রসঙ্গে বলেছেন, ‘আই অ্যাম নট মালালা’ তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেশের পড়ুয়াদের ইসলাম, বিয়ে ও পশ্চিমি অ্যাজেন্ডার মতো বিভিন্ন বিষয়ে মালালার ধারণা সম্পর্কে জানাতে চেয়েছি।’ তিনি আরও জানান, ‘দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই। যাতে উনি ওর ওই তথাকথিত মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে আর প্রভাবিত করতে না পারেন মানুষকে।’
প্রসঙ্গত, Vogue পত্রিকার জুন সংখ্যায় মালালার এক সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেখানে এই বিষয়গুলি নিয়েই কথা বলেছিলেন তিনি। সেখানে বিয়ে প্রসঙ্গে মালালার মতকে ‘ইসলাম বিরোধী’ বলে আক্রমণ নিয়েছেন মির্জা।
এভাবেই নানা সমালোচনায় তিনি বিদ্ধ করেছেন মালালাকে। মালালার নোবেল পুরস্কার পাওয়া কিংবা তসলিমা নাসরিনের সঙ্গে তার ছবি তোলারও নিন্দা করেন তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD