সোমবার গভীর রাতে শহরের শিববাট্টির ভান্ডারী মেগাসিটির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলহাজ সওদাগরের ছেলে জাহিদ সওদাগর (২৬), উত্তর চেলোপাড়ার মো. রাখালের ছেলে মো. আজিদ (২৩), উত্তর চেলোপাড়ার মৃত ওলির ছেলে মো.আমিন (২৫), বাদুরতলার মোজাম্মেল হক মোজামের ছেলে নাজমুল হক কামাল (সাগর) (৩৮), উত্তর সাত শিমুলিয়া এলাকার সহিদুর রহমানের ছেলে সুমন সরকার (৩৫), নারুলী মধ্যপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া (২১), উত্তর চেলোপাড়ার মৃত হারুন অর রশিদের ছেলে মাছুম (২৮) এবং গাইবান্ধার সাদুল্লাপুরের ভাদগ্রাম (টিয়াগাছা) এলাকার মফিজালের ছেলে মুরাদ চৌধুরী (২৬)।
এসময় তাদের কাছে একটি হাসুয়া, একটি চাকু, একটি রশি, চারটি মোবাইল ও তিনটি সিমকার্ড ও নগদ এক হাজার সাতশ টাকা জব্দ করা হয়।
র্যাব ১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় মঙ্গলবার দুপুরে জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।