এই দম্পতির বয়সের পার্থক্য থাকায় নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হয়েছেন তারা। তবে সমালোচকদের পাত্তা না দিয়ে বেমালুম নিজেদের সুন্দর ছবি পোস্ট করেছেন। একসঙ্গে পথ চলার ৩ বছর পার করল এই দম্পতি।
এই বিশেষ দিন তারা নিজেদের মতো করে কাটাচ্ছেন, এমন বিশেষ দিনে একে অপরের সঙ্গে কাটান সুন্দর মুহূর্ত নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই জুটি বিশষ দিনে একে অপরকে ভালোবাসার কথা জানিয়েছেন। মিলিন্দ তার পোস্টে জানিয়েছেন তিনি অঙ্কিতার সঙ্গে কাটান প্রতিটি পাগলামির মুহূর্ত মিস করেন।
অন্যদিকে অঙ্কিতা তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন মিলিন্দের সঙ্গে কাটানো প্রতি মুহূর্ত তার কাছে রোমাঞ্চকর, প্রতিটি দিন তার কাছে ভ্যালেনটাইনস ডে।
পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন এই জুটি। সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজেদের কাটান ভাল মুহূর্ত তারা শেয়ার করেন, সম্প্রতি মিলিন্দ তার একটি টি-শার্ট পরে ছবি দিয়েছেন যেখানে নিজেদের ছবি প্রিন্ট করা রয়েছে।