রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ৩টায় মিরপুর উপজেলার কুষ্টিয়া মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানের একটি ভুট্টা ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার ওয়াবদা পাড়া এলাকার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে।সে মিরপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

ফাতেমা গতরাত থেকে নিখোঁজ ছিলো বলে সকালে মিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করে তার পিতা খন্দকার সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার সময় ভাত খেয়ে তার নিজ কক্ষে ঘুমাতে যায় ফাতেমা। রাত ২টার দিকে তার ঘরের দরজা খোলা দেখে আসে পাশে অনেক খোঁজাখুঁজি করা হয়। বুধবার সকালে মিরপুর থানায় একটি জিডি করি। পরে বেলা ৩টার দিকে জানতে পারি যে ভুট্টা ক্ষেতে মেয়ের মরদেহ পড়ে আছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ভুট্টা ক্ষেত থেকে উম্মে ফাতেমা নামের ঐ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে মরদেহের সুরুতহাল সংগ্রহ করা হয়েছে। সেই সাথে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

কিভাবে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়না তদন্তের রির্পোট পেলেই আসলে ঘটনা জানা যাবে।

এই পাতার আরো খবর