রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার ট্রাকের চাপায় রাজসুপার মার্কেটের রাজ হোটেলের দুইজন কর্মচারী নিহত হয়েছে। তারা হলেন- জাকির ও শাকিল।
পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির (৩০), পিতা নুরুল ইসলাম, বাসা হোল্ডিং নাম্বার ১১ বঙ্গবন্ধু এভেনিউ পল্টন ঢাকা। ও শাকিল (১৫) রাজ হোটেল কর্মচারী ঢাকা।
দুই কর্মচারীরা হোটেলের ময়লা ডাস্টবিনে ফেলে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
এসআই শামীম হোসেন আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।
রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।