পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। কয়েকদিন যাবত যানজটের সৃষ্টি ও বেশির ভাগ সময়ই যাবাহনের ধীরগতি চলছে।
শনিবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। এতে বিপাকে পড়েছে উত্তরের যাত্রীরা।
যানজট নিয়ন্ত্রণে মহাসড়কটিতে এক লেন বন্ধ রেখে অপর লেনে চালানো হচ্ছে যানবাহন। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকছে গাড়ি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখী মানুষেরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী পরিবর্তনকে জানান, ঈদে ঘরমুখী মানুষ ও গরুবোঝাই যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে।
এছাড়াও নলকা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এসব কারণে নলকার পূর্বপাশ থেকে হাটিকুমরুল গোল চত্বর এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট স্থায়ী না। মহাসড়কের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ রাত-দিন নিরলসে কাজ করে যাচ্ছে।
মহাসড়কটিতে যানজট নিয়ন্ত্রণে রাখতে কখনও ঢাকাগামী লেন বন্ধ রেখে উত্তরবঙ্গগামী লেনে, আবার কখনও উত্তরবঙ্গগামী লেন বন্ধ রেখে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল করছে। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকছে গাড়ি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা।