মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

পর্নগ্রাফি রুখতে সব আইফোন স্ক্যান করবে অ্যাপল
সবুজবাংলা টিভি
প্রকাশ বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
সব আইওএস ডিভাইস স্ক্যান করার জন্য একটি নতুন সফটওয়্যার চালুর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যার ব্যবহার করেই আইক্লাউডে সেভ থাকা সব ছবি ও ভিডিও স্ক্যান করবে কুপার্টিনোর কোম্পানিটি।

স্ক্যানিংয়ের মাধ্যমে অ্যাপল বোঝার চেষ্টা করবে, সেখানে কোনো চাইল্ড পর্ন ও যৌন নিগ্রহের ছবি অথবা ভিডিও সেভ রয়েছে কি না।
অনেকেই চাইল্ড পর্ন ও যৌন নিগ্রহের মতো ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাপলকে বাহবা দিলেও গ্রাহকের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
সম্প্রতি ব্লুম্বার্গে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, শিগগিরই আইফোন ও অন্যান্যা আইওএস ডিভাইসের মাধ্যমে পাঠানো সব ছবি ও ভিডিও স্ক্যানিংয়ের কাজ শুরু করবে কোম্পানিটি।
মূলত চাইল্ড পর্ন ও যৌন নিগ্রহের উপস্থিতির দিকে নজর দেওয়ার জন্যই এই পদক্ষেপ। এই ধরনের কোনও ছবি অথবা ভিডিওর উপস্থিতি জানতে পারলে সঙ্গে সঙ্গে অ্যাপল সার্ভারে খবর চলে যাবে। এছাড়াও, কোম্পানির ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকেও চাইল্ড পর্ন ও যৌন নিগ্রহের বিরুদ্ধে ব্যবহার করবে অ্যাপল।
এই পাতার আরো খবর