বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

চীনে কঠোর পদক্ষেপ অনলাইন গেমের আসক্তি কমাতে
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

শিশুদের অনলাইন গেমে আসক্তি কমাতে আরও কঠোর পদক্ষেপ নিল চীন। এখন থেকে দেশটিতে ১৮ বছরের কম বয়সীরা মাত্র এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে। এর বেশি খেলতে পারবে না।

চীনের ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন ও সাধারণ ছুটির দিনগুলোতে শিশুরা মাত্র এক ঘণ্টা গেম খেলতে পারবে।
দেশটির জাতীয় প্রেস ও প্রকাশনা প্রশাসন জানিয়েছে, গেম শুধুমাত্র রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত খেলা যাবে। এই সময়ের বাইরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে গেমিং সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য গেমিং কোম্পানিগুলোর ওপর নজরদারি করা হবে, যে তারা এই নির্দেশনা মানছে কি-না।
এতদিন চীনের শিশুরা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত।
চীনের শিশু-কিশোরদের মধ্যে মাত্রাতিরিক্ত অনলাইন গেম খেলার প্রভাব নিয়েই দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিলেন অনেকে। কয়েকদিন আগে দেশটির একটি গণমাধ্যম অনলাইন গেমকে ‘আধ্যাত্মিক আসক্তি’ বলে তকমা দিয়েছিলো, তারই ফলশ্রুতিতে এই পদক্ষেপ নিয়েছে চীন।
এই পাতার আরো খবর