আসামে নৌকা উল্টে মৃত্যু ১, নিখোঁজ ৩০ আসামে নৌকা উল্টে মৃত্যু ১, নিখোঁজ ৩০ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

আসামে নৌকা উল্টে মৃত্যু ১, নিখোঁজ ৩০

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ পাঠক

ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীতে একটি জলযানের সঙ্গে সংঘর্ষে অপর একটি যাত্রীবাহী নৌকা উল্টে অন্তত একজনের মৃত্যু ও ৩০ জনেরও বেশি নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
উল্টে যাওয়া নৌকাটি জোড়হাট থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিল, অপরদিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে এটির সংঘর্ষ হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে সংঘর্ষের পর নৌকাটিকে উল্টে যেতে দেখা গেছে, এসময় কিছু লোক নদীতে ঝাঁপিয়ে পড়েন।
রাজ্যটির জোড়হাটের কাছে এ ঘটনার সময় যাত্রীবাহী ওই নৌকাটিতে ১২০ জন লোক ছিলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিছু লোক সাঁতরে তীরে পৌঁছান।
নিখোঁজদের সন্ধানে একটি ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে, স্থানীয় লোকজনও নৌকা নিয়ে এতে যোগ দিয়েছেন।
জোড়হাটের পুলিশ সুপার অঙ্কুর জৈন বলেছেন, স্থানীয়দের ও অন্যান্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর সহায়তায় আমরা বহু লোককে উদ্ধার করেছি।
তিনি বলেন, আমরা একটি মেয়েকেও উদ্ধার করেছিলাম, কিন্তু সে বাঁচেনি। এখন পর্যন্ত এই একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আমরা ৪২ জনকে উদ্ধার করেছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ‘সম্ভাব্য সব চেষ্টা করা হবে’ বলে এক টুইটে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD