তাড়াশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ তাড়াশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

তাড়াশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ পাঠক

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলার প্রথম ও দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল এ মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।
জানা গেছে, করোনা মহামারির কারণে  দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সারাদেশের মত তাড়াশ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সেখানে সরকারি নিদের্শে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, নাদোসৈয়দপুর মধ্যপাড়া সরকাররি প্রাথমিক বিদ্যালয়, চরহামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন।
এ বিষয়ে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানিয়েছেন, কোমলমতি শিক্ষার্থীরা যেনো স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করে। এ জন্য তাদের উৎসাহিত করা হয়েছে। এছাড়া মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD