বগুড়ায় চাঁদাবাজি অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার বগুড়ায় চাঁদাবাজি অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বগুড়ায় চাঁদাবাজি অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ পাঠক

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ নির্দেশ দেয়া হয়।

তারা হলেন বগুড়া সদর থানার এএসআই আবাদুল্লাহ আল মোস্তফা এবং কনস্টেবল(ড্রাইভার) মাহিদুর রহমান।
এর আগে শুক্রবার রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ডিউটি না থাকা সত্ত্বেও তারা মন ইন ইকো পার্কে যেয়ে সেখানে থাকা লোকজনদের অহেতুক জিজ্ঞাসাবাদসহ হয়রানি করেন। পরে রাত ৯টার দিকে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করে তারা ২ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এক পর্যায়ে ওই দুই পুলিশ সদস্যের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই তিন মোটরসাইকেল আরোহী। পরে সেখানে থাকা লোকজনেরা দুই পুলিশ সদস্যকে ঘেরাও করে আটকে রাখে। এ খবর পেয়ে মন ইন ইকো পার্কে দায়িত্বরত কর্মকর্তারা তাদের পরিচয় নিশ্চিত করে সদর থানায় পাঠিয়ে দেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে প্রত্যাহার হওয়া এএসআই আব্দুল্লাহ আল মোস্তফা বলেন, একটি কাজের জন্য পার্কের ওই রাস্তা ধরে পল্লীমঙ্গলের দিকে যাচ্ছিলাম পথিমধ্যে তিন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক লাগায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD