পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা
এক সপ্তাহের ব্যাবধানে হঠাৎ করে পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দর বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা।
সোমবার সকালে রাজধানীর মিরপুরের শেওড়া পাড়া, কাজীপাড়া ও তালতলা বাজারে এমন চিত্র দেখা গেছে।
এ বিষয়ে খুচরা বিক্রেতারা বলছেন, আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বাড়িয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এতে খুচরা বাজারেও বেড়েছে।
অন্যদিকে পেঁয়াজের দাম বাড়ার কোনো নির্দিষ্ট কারণ জানান নি পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা। আর ভারত বা বাংলাদেশ কোনো পক্ষই পেঁয়াজের আমদানি বন্ধ করেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আমদানিকারকরাও বলছেন, পেঁয়াজের আমদানির গতি কিছুটা কমলেও বন্ধ হয়নি। ভারতে বৃষ্টির কারণে কিছু পেঁয়াজ নষ্ট হওয়ায় গতি কমেছে।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিল হঠাৎ করেই কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তারা।
হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র তিন দিন আগেও রাজধানীর খুচরা বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায়।
এমন দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি একটাই অচিরেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা হোক। তা না হলে এই দাম কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।
এদিকে নওগাঁয় পাঁচ দিনের ব্যবধানে বেড়েছে সব জাতের পেঁয়াজের দাম। প্রকার ভেদে ভারতীয় পেঁয়াজ কেজিতে ১২ টাকা এবং দেশি পেঁয়াজ ৬ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
খুলনার বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। মানভেদে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা করে। বর্তমানে ৬০ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি পেঁয়াজ।
অভ্যন্তরীণ বাজারে সংকট ও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে অসাধু ব্যবসায়ীর কারসাজিতে পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।