ঢাকা ০৮:৩৯ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাবালক ছেলে ও মেয়ের সাথে অবৈধ বিয়া পরাইয়া দেন মেয়ের বারির লোকেরা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৫৮:০৭ এএম, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৬৯১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সায়েস্তাবাদ পান বাড়িয়ার রেসমা আকতার পিতা:গনি হাওলাদার ও সাবেক মেম্বার ইরানি গং রা।চরমনাই থেকে জয়কে এনে জোর পূর্বক নাবালক ছেলে ওমে উবয় নাবালক কিন্তু জোর করে অপহরণ করে এনে ৭দিন আটকাইয়া নাবালক ছেলে ও মেয়ে উভয়কেই বিবাহ পরাইয়া দেন। ছেলে পক্ষ যখন ছেলেকে ৭ দিন না পাওয়ায় থানায় একটি অভিযোগ দেন, তখন মেয়ে পক্ষ অভিযোগের কথা জানতে পারে তখন ছেলে জয়কে ছেড়ে দেন।ছেলের মা বাবা বললেন,  ছেলেকে জোর করে নিয়ে এই ঘটনা তারা ঘটায়। ছেলের বাবা মা সকলে বললেন যে  পান বাড়িয়ার এলাকার লোকজন বলেন এই মেয়েরা আরো একটি ছেলেকে ফাসাইয়া ২ লাখ টাকা হাতিয়ে নেন। ছেলের মা বাবা এই অবৈধ বিয়া মানেনা থানায় অভিযোগ করা আছে ।ছেলেকে গুম করা হইছে পান বারিয়া এলাকায়,গুম,ধর্ষণ,পরকীয়া ,মাদক,জুয়া সহ অনেক অসামাজিক কাজ হয়ে থাকে জনগন এই সব নেককার জনক কাজ থেকে মুক্ত হওয়া এবং উক্ত গটনার বিচার চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাবালক ছেলে ও মেয়ের সাথে অবৈধ বিয়া পরাইয়া দেন মেয়ের বারির লোকেরা

প্রকাশকাল ০৩:৫৮:০৭ এএম, শুক্রবার, ৮ জুলাই ২০২২

 

সায়েস্তাবাদ পান বাড়িয়ার রেসমা আকতার পিতা:গনি হাওলাদার ও সাবেক মেম্বার ইরানি গং রা।চরমনাই থেকে জয়কে এনে জোর পূর্বক নাবালক ছেলে ওমে উবয় নাবালক কিন্তু জোর করে অপহরণ করে এনে ৭দিন আটকাইয়া নাবালক ছেলে ও মেয়ে উভয়কেই বিবাহ পরাইয়া দেন। ছেলে পক্ষ যখন ছেলেকে ৭ দিন না পাওয়ায় থানায় একটি অভিযোগ দেন, তখন মেয়ে পক্ষ অভিযোগের কথা জানতে পারে তখন ছেলে জয়কে ছেড়ে দেন।ছেলের মা বাবা বললেন,  ছেলেকে জোর করে নিয়ে এই ঘটনা তারা ঘটায়। ছেলের বাবা মা সকলে বললেন যে  পান বাড়িয়ার এলাকার লোকজন বলেন এই মেয়েরা আরো একটি ছেলেকে ফাসাইয়া ২ লাখ টাকা হাতিয়ে নেন। ছেলের মা বাবা এই অবৈধ বিয়া মানেনা থানায় অভিযোগ করা আছে ।ছেলেকে গুম করা হইছে পান বারিয়া এলাকায়,গুম,ধর্ষণ,পরকীয়া ,মাদক,জুয়া সহ অনেক অসামাজিক কাজ হয়ে থাকে জনগন এই সব নেককার জনক কাজ থেকে মুক্ত হওয়া এবং উক্ত গটনার বিচার চান।