জমির আইলের ওপর ঘাস রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জমির আইলের ওপর ঘাস রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

জমির আইলের ওপর ঘাস রাখা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৭ পাঠক

মাগুরা মহম্মদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মণ্ডলগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মণ্ডলগাতি গ্রামে জমির আইলের ওপর ঘাস রাখা নিয়ে মোল্যাপাড়ার হালিম মোল্যার সঙ্গে পূর্বপাড়ার বশির মোল্যার মধ্যে ঝগড়া হয়। এরপর শুক্রবার দুপুরে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গনি মোল্যা নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হন গনি মোল্লা। সে ওই গ্রামের আ. সাত্তার মোল্যার ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়াও শিহাব মোল্লা (৩০), সাকিব মুন্সী (২০), মতিয়ার রহমান (৭০), মাহাবুর মুন্সী, হালিম মোল্যা, দুখু মোল্যা, বসির মোল্যা, রুপিয়া বেগমসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় একটি মসজিদসহ ১০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।  বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করে নাই। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD