ইসরায়েলকে বয়কটের আহ্বান খামেনির ইসরায়েলকে বয়কটের আহ্বান খামেনির – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ইসরায়েলকে বয়কটের আহ্বান খামেনির

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫৯ পাঠক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি হোসেইনি খামেনি গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধের দাবিতে মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলে তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, খামেনি এক ভাষণে বলেন, গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে… ইহুদিবাদী শাসকদের কাছে তেল ও খাদ্য রপ্তানির পথ বন্ধ করা উচিত।

তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, গাজার জনগণ তাদের ধৈর্যের মাধ্যমে মানুষের বিবেককে সংগঠিত করেছে।

খামেনি বলেন, বিশ্বে কী ঘটছে তা দেখুন। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে বহু মানুষ রাস্তায় নেমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়। তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

তিনি আরও বলেন, গাজার ক্ষেত্রে ইসলামি বিশ্বের ভুলে যাওয়া উচিত নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এটি কেবল ইহুদিবাদী শাসন ছিল না।

ইসরায়েল ইরান সমর্থিত হামাসকে নিশ্চিহ্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। হামাস গাজা শাসন করে থাকে। গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল বলছে তাদের এক হাজার চারশ লোকের প্রাণ গেছে, এবং দুইশর মতো লোককে জিম্মি করা রয়েছে।

হামলার জবাবে গাজায় পাল্টা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে গাজায় আট হাজার ৮০০ লোকের প্রাণ গেছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD