মিয়ানমারে সাম্প্রতিক সংঘাতে নিহত ৭৫: জাতিসংঘ মিয়ানমারে সাম্প্রতিক সংঘাতে নিহত ৭৫: জাতিসংঘ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মিয়ানমারে সাম্প্রতিক সংঘাতে নিহত ৭৫: জাতিসংঘ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭২ পাঠক

মিয়ানমারে গত মাসে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী এবং সশস্ত্র সংগঠন গুলো জান্তা সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াই শুরু করার পর থেকে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ৭৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় ইউএনওসিএইচএ জানিয়েছে, মাঠ থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট মতে মিয়ানমারে গত মাসে শিশুসহ ৭৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং ৯৪ জন আহত হয়েছেন।

সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর ২ লাখের বেশি অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে।

ইউএনওসিএইচএ বলেছে, ১৪ নভেম্বর পর্যন্ত, শান, চিন, কায়াহ এবং মোন রাজ্য এবং সাগাইং অঞ্চলে ২ লাখেরও বেশি মানুষ যুদ্ধের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।

মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) সেনাবাহিনীর ওপর হামলা শুরু করার পর ২৭ অক্টোবর থেকে চীনের সীমান্তের কাছে উত্তর শান রাজ্য জুড়ে লড়াই চলছে।

জোটটি চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলোকে অবরুদ্ধ করে রেখেছে এবং একটি সীমান্ত হাব দখল করেছে। এই সপ্তাহে আরাকান আর্মি পশ্চিম রাখাইন রাজ্যে সেনাবাহিনীর উপর নতুন করে আক্রমণ শুরু করেছে, অপরদিকে থাই সীমান্তে কায়াহ রাজ্যে জান্তাবিরোধী যোদ্ধারা রাজ্যের রাজধানী লোইকাওয়ের কাছে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে।

বিশ্লেষকরা বলছেন ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জের মুখ পড়েছে মিয়ানমারের জান্তা সরকার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD