ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৮ পাঠক

গেল বছরের শুরুর দিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত ইউক্রেনে যত মানুষ নিহত হয়েছেন, তার অর্ধেকই গেল তিন মাসে মারা গেছেন।

আর ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ হাজার বেসামরিকের প্রাণ গেছে।

ইউক্রেনে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে বলে মনে করছে দেশটিতে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার  সংস্থাটি এ তথ্য জানায়।

মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ৫৬০-এরও বেশি শিশুর প্রাণ গেছে। আর ১৮ হাজার ৫০০-রও বেশি লোক আহত হয়েছেন।

সাম্প্রতিক প্রাণহানির জন্য রাশিয়ান বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে দায়ী করে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল সতর্ক করে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে কোনো স্থানই আর নিরাপদ নয়।

রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিকদের কখনো হামলার লক্ষ্যবস্তু করেনি।

বেল বলেন, দশ হাজার বেসামরিকের মৃত্যু ইউক্রেনের জন্য ভয়াবহ একটি মাইলফলক।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD