ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভারতের পার্লামেন্ট থেকে প্রায় ১০০ এমপি বরখাস্ত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪২ পাঠক

ভারতের লোকসভা ও রাজ্যসভার ৭৮ এমপি বরখাস্ত করা হয়েছে। সংসদের ভেতর নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে বিক্ষোভের জেরে তারা বরখাস্ত হন।

আগের সপ্তাহে ১৪ এমপিকে একই কারণে বরখাস্ত করা হয়েছিল। এ নিয়ে চলতি সেশনে ৯২ এমপি বরখাস্ত হলেন। খবর এনডিটিভির।

লোকসভায় ৩০ এমপিকে অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। বিশেষ একটি কমিটি আচরণের বিষয়ে প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আরও তিনজন বরখাস্ত থাকছেন। রাজ্যসভার ৩৫ এমপি বাকি সময়ের জন্য বরখাস্ত হয়েছেন। আর প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত ১১ জন বরখাস্ত থাকছেন।

বরখাস্ত হওয়া লোকসভা এমপিদের মধ্যে রয়েছেন, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, হাউজে দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, স্বাগত রায়, শতাব্দী রায় ও ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানের নামও তালিকায় রয়েছে। রাজ্যসভায় কংগ্রেসের জয়রাম রমেশ ও রণদ্বীপ সিং, ডিএমকের কানিমোঝি ও আরজেডির মনোজ কুমার ঝা-ও এ তালিকায় রয়েছেন।

গগৈ বলেন, বিজেপি সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের দায় নিতে ভয় পাচ্ছেন। তিনি বলেছেন, তারা লোকসভার বাইরে তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন।

হিন্দুস্তান টাইমস জানায়, গত ১৩ ডিসেম্বর ২২ বছর আগের সংসদ হামলার স্মৃতি উসকে দিয়ে বর্তমান সংসদের কক্ষে সভা চলাকালীন হামলা চালায় দুই যুবক। বাইরে তাদের সমর্থনে তখন স্লোগান দিচ্ছিলেন কয়েকজন। এই ভয়াবহ ঘটনা আবারো একবার প্রশ্ন তৈরি করে দেশের সংদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার সংসদে এ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD