প্রাগে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪, শনিবার শোক প্রাগে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪, শনিবার শোক – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

প্রাগে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪, শনিবার শোক

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫২ পাঠক

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবরে দেশটিতে শনিবার শোক ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট পেত্র পাভেল গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এত প্রাণহানির ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

বন্দুকধারী তার বাবাকে হত্যা করে বলে ধারণা করা হয়। পাশাপাশি গেল সপ্তাহে দুজনের মৃত্যুর সঙ্গেও সে জড়িত থাকতে পারে। পুলিশ বলছে, বন্দুকধারীকে শেষ করে দেওয়া হয়েছে।

ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ গুলির ঘটনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে চেক রাজধানীতে চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে গুলির ঘটনা শুরু হয়।

বন্দুকধারী ভবনের করিডোর ও ক্লাসরুমে গুলি ছোড়ে, যাকে পাচ্ছিল, তাকেই গুলি করছিল। শিক্ষার্থী ও কর্মকর্তারা ফার্নিচার ব্যবহার করে তাকে ঘরে ঢুকতে বাধা দেন।

পুলিশ বলছে, বন্দুকধারী ২৪ বছর বয়সী শিক্ষার্থী। তার আগের অপরাধের কোনো রেকর্ড নেই।

গোলাগুলিতে আহত ২৫ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কোনো কর্মকর্তা আহত হননি।

এক বিবৃতিতে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, এ জঘন্য কর্মকাণ্ডে আমরা মর্মাহত।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD