তুরস্কের সংসদীয় কমিটিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন তুরস্কের সংসদীয় কমিটিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

তুরস্কের সংসদীয় কমিটিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯ পাঠক

তুরস্কের সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটি সুইডেনের ন্যাটোতে যোগদান প্রোটোকল অনুমোদন করেছে। ফলে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি ইউরো-আটলান্টিক জোটে অন্তর্ভুক্তির পথে অনেক দূর এগিয়ে গেছে।

মঙ্গলবার তুরস্কের সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটি এ অনুমোদন দেয়।

মূল ভোটের আগে, উপ-পররাষ্ট্রমন্ত্রী বুরাক আক্কাপার সুইডেনের ন্যাটো সদস্যপদ প্রক্রিয়ার বিষয়ে কমিটিকে ব্রিফ করেন এবং আইনপ্রণেতারা প্রস্তাবটির ওপর গুরুত্ব দেন।

অক্টোবরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সুইডেনের ন্যাটো যোগদান প্রোটোকলে স্বাক্ষর করেন এবং এটি সংসদে জমা দেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম এ খবরটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বলেছেন, আমরা তুরস্কের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ আবেদনের অনুমোদনকে স্বাগত জানাই।
পরবর্তী ধাপে এ বিষয়ে সংসদে ভোট হবে। আমরা সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ফিনল্যান্ড এবং সুইডেন রাশিয়ার কাছাকাছি বা সীমান্তবর্তী দেশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর উভয় নর্ডিক দেশ ন্যাটো সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। তুরস্ক এ মার্চে জোটে ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদন করেছে।

ন্যাটোর যেকোন নতুন সদস্যকে অবশ্যই বর্তমান সদস্যদের দ্বারা অনুমোদিত হতে হবে। তুরস্ক ছাড়াও সুইডেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির প্রস্তাবে সমর্থন দেয়নি হাঙ্গেরী।

সূত্র: আনাদোলু এজেন্সি

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD