ফ্রান্সের এশিয়ান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী ফ্রান্সের এশিয়ান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ফ্রান্সের এশিয়ান চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫ পাঠক

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অংশ নিয়ে বহু পুরস্কার জিতেছে। এছাড়া একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন দেশের গুণী এই নির্মাতা।

 

এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’য়। এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে এই উৎসব।

আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে  আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।

এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

ভেসুল উৎসবে ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল।

ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে তিনি নিজেও অভিনয় করেছিলেন। ছিলেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD