ঢাকা ১০:২৮ এএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪৫:৪৫ এএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২১১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক মামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদল।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মোশাররফ শিকদার, মো. বাদল খান, মো. ইলিয়াস সরদার, মো. জহির সরদার, মো. আলামিন, মো. কালা ফারুক এবং মো. সোহরাব মাঝি। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে গভীর সমুদ্রে পাঁচ লাখ ইয়াবা বড়ির চালান নিয়ে আসছিলেন ওই সাতজন। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের সাতজনকে আটক করে। পরে এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পিপি নজরুল ইসলাম বাদল বলেন, আসামিদের মধ্যে তিনজন কারাগারেই ছিলেন, তাদের কখনো জামিন‌ হয়নি।  এছাড়া বাকি চারজন জামিনে ছিলেন। তবে রয়ের দিন সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রকাশকাল ০৩:৪৫:৪৫ এএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

মাদক মামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদল।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মোশাররফ শিকদার, মো. বাদল খান, মো. ইলিয়াস সরদার, মো. জহির সরদার, মো. আলামিন, মো. কালা ফারুক এবং মো. সোহরাব মাঝি। তাদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে গভীর সমুদ্রে পাঁচ লাখ ইয়াবা বড়ির চালান নিয়ে আসছিলেন ওই সাতজন। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের সাতজনকে আটক করে। পরে এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পিপি নজরুল ইসলাম বাদল বলেন, আসামিদের মধ্যে তিনজন কারাগারেই ছিলেন, তাদের কখনো জামিন‌ হয়নি।  এছাড়া বাকি চারজন জামিনে ছিলেন। তবে রয়ের দিন সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।