বিবাহের প্রলোভনে টাকা আত্মসাৎ এবং ফিজিক্যাল সম্পর্ক
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ১১:৪৮:০১ এএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪০৬ পাঠক
আফরোজা খানের সঙ্গে ব্যাংক ম্যানেজার মুশফিকুর রহমান বিবাহের প্রলোভনে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। বিবাহ করার আশ্বাসে ফিজিকাল সম্পর্ক করে, মুশফিকুর রহমানের পার্সোনাল জিনিস পএ আফরোজা খানের কাছে, এবং আফরোজা খানের পার্সোনাল জিনিস পএ মুশফিকের কাছে। দিরগো দিন অতিবাহিত হওয়ার পর আফরোজা খান প্রথম অভিযোগ করেন থানায়, পরবর্তীতে মামলা করেন লিগ্যাল এইড অফিসে মামলা চলমান আছে পরবর্তীতে ধারাবাহিক ভাবে এ বিষয় প্রচার করা হবে। এবং ব্যাংকের ঢাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হবে,প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।














