বার্সা ছাড়ার সিদ্ধান্তে অটল জাভি বার্সা ছাড়ার সিদ্ধান্তে অটল জাভি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বার্সা ছাড়ার সিদ্ধান্তে অটল জাভি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৯ পাঠক

 

গত জানুয়ারিতেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাভি হার্নান্দেস। তখন দলের অবস্থাও খুব একটা ভালো ছিল।

কিন্তু তার পদত্যাগের ঘোষণার পর একদমই বদলে গেছে বার্সেলোনা। টানা ১২ ম্যাচ খেলে একটিতেও হারের মুখ দেখেনি তারা।  

 

গত বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। এমন দুর্দান্ত সময়ের পরও ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল জাভি।

আজ সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘মৌসুম শেষে ক্লাব ছাড়ার ব্যাপারে আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। এটি আমাকে, ক্লাব, খেলোয়াড় এমনকি সংবাদমাধ্যমকেও শান্তি দিয়েছে। তবে আমি আমার ভাবনা পরিবর্তন করছি না। ‘

‘সিদ্ধান্তের পর দলের পরিবেশে আরও প্রশান্তি বিরাজ করছে। ক্লাব, আপনি, আমি… জানি আমার মেয়াদ শেষ হওয়ার তারিখ আছে। এটি সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা অনেক শান্তি পেয়েছি এতে এবং এর কারণেই আজ আমরা এখানে। সেটা না হলে এখানে আসাটা অনেক কঠিন হতো। অনেকগুলো মুহূর্ত আছে যা আমি উপভোগ করেছি, যা আমার সঙ্গে আগেও ঘটেছিল। ‘

পিএসজিকে হারানোর পর আনন্দে ভাসছে বার্সা। আবারও দেখছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন। তবে অতি আত্মবিশ্বাসী না হয়ে পা মাটিতেই রাখতে বলছেন জাভি।

তিনি বলেন, ‘সমালোচনার মতো উচ্ছ্বাসকেও একইভাবে সামলাতে হবে। যখন সময় খারাপ যায়, তখন নিজেদের টেনে তুলতে হয়, এখন আমাদের সংযমী থাকতে হবে। আমি বিভ্রমটা বুঝতে পারছি, তবে প্যারিসে যাওয়ার আগে যে অবস্থায় ছিলাম আমরা এখনো একই পরিস্থিতিতে আছি। আমরা কিছু অর্জন করিনি। আমি উচ্ছ্বাসটা বুঝতে পারছি এবং উচ্ছ্বাস নিয়ে বেঁচে থাকাই ভালো, হতাশা নিয়ে নয়। ‘

এদিকে, লা লিগায় আগামীকাল কাদিসের মুখোমুখি হবে বার্সা।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD