সিডনিতে তিন দিনে দ্বিতীয়বার ছুরি হামলা সিডনিতে তিন দিনে দ্বিতীয়বার ছুরি হামলা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সিডনিতে তিন দিনে দ্বিতীয়বার ছুরি হামলা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৪ পাঠক

অস্ট্রেলিয়ায় সিডনির অদূরে এক গির্জায় ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার ওয়াকেলি অঞ্চলে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা এক ব্যক্তিকে আটক করেছেন। তবে তাকে অজ্ঞাত কোনো স্থানে নেওয়া হয়েছে।

সিডনিতে তিনদিনে এমন ঘটনা দ্বিতীয়টি ঘটল। এর আগে, বোন্ডি অঞ্চলে একটি শপিং মলে ছয়জন নিহত হন।

হামলার পর গির্জার বাইরে উত্তেজিত জনতা গ্রেপ্তার ব্যক্তিকে বাইরে বের করে আনার দাবি জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে এমনটি জানান।

শেফার্ড চার্চ নামে অ্যাসিরীয় এক গির্জায় সোমবারের হামলাটি ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে প্রার্থনাকারীদের সামনে ধর্মীয় আলোচনা করছিলেন। এ সময় কালো পোশাক পরা এক ব্যক্তি তার দিকে এগিয়ে হামলা চালান। রয়টার্স ভিডিওর সত্যতা যাচাই করেনি।

সেখানে থাকা প্রার্থনাকারীরা চয়ে চিৎকার শুরু করেন। ভিডিওতে দেখা যায়, লোকটি যাজকের বুকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন। গির্জাটি ধর্মীয় আলোচনাটি সোশ্যাল মিডিয়া পেজে সরাসরি সম্প্রচার করছিল। হামলার উদ্দেশ্য জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, যে যাজক হামলার শিকার হয়েছেন, তার নাম মার মারি ইমানুয়েল। তিনি গির্জাটির বিশপ।

বিশপকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা স্থানীয় বাসিন্দা ক্যানি বলেন, লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ সবাই বিশপকে ভালোবাসে। আমিও তাকি ভালোবাসি। তিনি স্রষ্টা সম্পর্কে বলেন, আর আমরা স্রষ্টাকে ভালোবাসি।

গির্জার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইমানুয়েল ২০০৯ সালে যাজক হন, পরে ২০১১ সালে বিশপ হন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার ধর্মীয় আলোচনার ভিডিও ক্লিপ টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মে দেখেন মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী।

পুলিশ জানিয়েছে, আহতদের জীবনের ঝুঁকি নেই। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, কমপক্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের বয়স পঞ্চাশের ঘরে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুলেন্স ছিল।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD