ত্বকের অ্যাজমায় ভুগছেন ত্বকের অ্যাজমায় ভুগছেন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২০ মে ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ত্বকের অ্যাজমায় ভুগছেন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩ পাঠক

আমরা অনেকেই অনুধাবন করি না যে, আমাদের দেহ নিজের ক্ষমতাতেই রোগ প্রতিরোধ করতে পারে। নিজেই সারাইয়ের কাজও করতে পারে।

কাজেই কোনো সমস্যা দেখা দিলে দেহ নিজেই ঠিক করে নিতে পারে কি না সেদিকে খেয়াল দেওয়া উচিত।  আসলে এ কথা সবাই বোঝেন যে, স্বাস্থ্যকর জীবনযাপন অর্থাৎ সঠিক খাবার খাওয়া আর প্রতিদিন ব্যায়াম দেহকে অনেক সক্ষম করে তোলে।

 

এখানে সার্বিক স্বাস্থ্য নিয়ে কথা না বলে ত্বকের বিশেষ এক সমস্যার কথা তুলে ধরেছেন ডার্মাটলজিস্টরা। এর নাম স্কিন অ্যাজমা। ত্বকের অ্যালার্জি আর অ্যাজমা প্রায় একই জিনিস। মূলত অ্যাজমার কারণে অনেক সময় অ্যালার্জির উদ্রেক ঘটে।

খাবরের কারণেও অ্যাজমা বা অ্যালার্জি হয়। এ অবস্থাকে স্কিন অ্যাজমা বলে। এই অ্যাজমা আর অ্যালার্জি সামলাতে কিছু পরামর্শ দিচ্ছেন তারা।
ত্বকে অযথা চুলকাবেন না।
অ্যাজমা বা চুলকানির সমস্যা হলে পানি না লাগানোর চেষ্টা করবেন।
ডিম খাবেন না।
মানসিক চাপমুক্ত থাকতে হবে।
অ্যাজমা বৃদ্ধি করে এমন খাবার থেকে দূরে থাকবেন।
পর্যাপ্ত ঘুমাতে হবে।
নিয়মিত নখ কাটতে হবে। নখের ময়লা স্কিন অ্যাজমার অন্যতম কারণ।
ব্যায়াম করতে হবে। অন্তত নিয়মিত ব্যায়াম করবেন।
খসখসে কাপড়ের পোশাক পরবেন না। এর ঘষায় অ্যাজমা ও অ্যালার্জি বৃদ্ধি পাবে।
ময়লা এবং নোংরা স্থানে অবস্থান করা যাবে না।
খাবার ব্যাপারে যা করতে হবে-
ভিটামিন বি এবং জিঙ্কসমৃদ্ধ খাবার খেতে হবে। এসব উপাদান চুলকানির উদ্রেক করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধী ক্ষমতা নষ্ট করে দেয়।
ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে এমন খাবার খাবেন। সামুদ্রিক মাছ, পালং শাক এবং বাদামে থাকে ওমেগা-৩ ফ্যাটি এসিড।

ত্বকের যত্নে যা করবেন

আক্রান্ত অংশে প্রতিদিন ময়েশ্চার ক্রিম দিতে হবে।
গোসলের সময় দেহ পরিষ্কারের জন্য কড়া সাবান ব্যবহার করবে না। মধ্যম মানের বিউটি সোপ বেছে নিন।
আক্রান্ত অংশ ভিটামিন ‌‘ই’ ব্যবহার করুন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD