ব্রাজিলে বন্যায় প্রাণহানি বেড়ে ১০০ ছুঁয়েছে ব্রাজিলে বন্যায় প্রাণহানি বেড়ে ১০০ ছুঁয়েছে – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ব্রাজিলে বন্যায় প্রাণহানি বেড়ে ১০০ ছুঁয়েছে

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১২ পাঠক

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০০ জনে পৌঁছেছে। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে।

খবর আল জাজিরার।

 

রিও গ্রান্দে দো সুল রাজ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্রায় ৪০০ পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় শতশত লোক আহত হয়েছেন। এক লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, ১২৮ জন নিখোঁজ রয়েছেন।

ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগবিষয়ক জাতীয় কেন্দ্র বলেছে, দক্ষিণাঞ্চল দিনভর আরও প্লাবিত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি আবারো শুরু হবে, এমনটিই মনে করা হচ্ছে। অনেক স্থানে পানির স্তর উচ্চ পর্যায়ে রয়েছে।

অনেক বাসিন্দা সুপেয় পানি পাচ্ছেন না। অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই। এমনকি টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সংযোগও নেই। ফলে তারা সাহায্য চাইতে পারছেন না।

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট চলতি সপ্তাহের শুরুর দিকে সতর্ক করে দিয়ে বলেন, রাজধানী পোর্তো আলেগ্রেসহ অন্যান্য অঞ্চলে জরুরি অবস্থার পরিবর্তন অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD