ঢাকা ০৬:৪৭ পিএম, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের আদেশ রুশ আদালতের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:১৫:৫৩ এএম, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৫৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত। খবর আল জাজিরার।

 

 

আদালত নির্বাসিত নাভালনায়াকে চরমপন্থী গোষ্ঠীতে যোগ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। এ সিদ্ধান্তের অর্থ হলো দেশে পা রাখলে তিনি নিশ্চিতভাবেই গ্রেপ্তার হচ্ছেন।

৪৭ বছর বয়সী নাভালনায়া আলোচনায় আসেন তার স্বামীর মৃত্যুর পর। চলতি বছরের ফেব্রুয়ারিতে আর্কটিক পেনাল কলোনিতে মারা যান অ্যালেক্সি নাভালনি। তার মৃত্যুর পর স্ত্রী নাভালনায়া ‘ভবিষ্যতের সুন্দর রাশিয়া’র জন্য লড়াইয়ের অঙ্গীকার করেন।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে নাভালনায়া সমর্থকদের উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে আদালতের আদেশের বদলে মনোনিবেশ করতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ে।

তিনি লেখেন, যখন আপনারা এ নিয়ে লিখবেন, তখন লিখতে ভুলবেন না ভ্লাদিমির পুতিন একজন খুনি, যুদ্ধাপরাধী।

নাভালনায়া লেখেন, তার থাকা উচিত কারাগারে, হেগের কোনো আরামদায়ক কারাগারে নয়, তার থাকা উচিত রাশিয়ার সেরকম কারাগারে, যে কারাগারে অ্যালেক্সিকে তিনি হত্যা করেছেন।

ক্রেমলিন অ্যালেক্সি নাভালনিকে হত্যার আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে।

স্বামীর মৃত্যুর পর থেকে নাভালনায়া জো বাইডেনসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের আদেশ রুশ আদালতের

প্রকাশকাল ০২:১৫:৫৩ এএম, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত। খবর আল জাজিরার।

 

 

আদালত নির্বাসিত নাভালনায়াকে চরমপন্থী গোষ্ঠীতে যোগ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। এ সিদ্ধান্তের অর্থ হলো দেশে পা রাখলে তিনি নিশ্চিতভাবেই গ্রেপ্তার হচ্ছেন।

৪৭ বছর বয়সী নাভালনায়া আলোচনায় আসেন তার স্বামীর মৃত্যুর পর। চলতি বছরের ফেব্রুয়ারিতে আর্কটিক পেনাল কলোনিতে মারা যান অ্যালেক্সি নাভালনি। তার মৃত্যুর পর স্ত্রী নাভালনায়া ‘ভবিষ্যতের সুন্দর রাশিয়া’র জন্য লড়াইয়ের অঙ্গীকার করেন।

মঙ্গলবার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে নাভালনায়া সমর্থকদের উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে আদালতের আদেশের বদলে মনোনিবেশ করতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ে।

তিনি লেখেন, যখন আপনারা এ নিয়ে লিখবেন, তখন লিখতে ভুলবেন না ভ্লাদিমির পুতিন একজন খুনি, যুদ্ধাপরাধী।

নাভালনায়া লেখেন, তার থাকা উচিত কারাগারে, হেগের কোনো আরামদায়ক কারাগারে নয়, তার থাকা উচিত রাশিয়ার সেরকম কারাগারে, যে কারাগারে অ্যালেক্সিকে তিনি হত্যা করেছেন।

ক্রেমলিন অ্যালেক্সি নাভালনিকে হত্যার আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে।

স্বামীর মৃত্যুর পর থেকে নাভালনায়া জো বাইডেনসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।